৯ কোটি ২০ লাখে কেকেআরে মোস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক

একে একে দামি ক্রিকেটার কিনে আইপিএল নিলামে তোলপাড় ফেলে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটিতে কেনার পর এবার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিলো শাহরুখ খানের দল।

মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে বাংলাদেশের কাটার মাস্টারকে জিতে নিলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ মূল্য পেলেন মোস্তাফিজ।