নিজস্ব প্রতিবেদক :
নগরের বিভিন্ন জায়গা থেকে ৮ হাজার ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ আলমগীরকে (৪৫), কোতোয়ালি থানার কবি কাজী নজরুল ইসলাম রোড এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ হামিদ হোসাইনকে (১২) গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্বর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ ইসমাইলকে (২০), ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. আজিজকে (২০) এবং মেরিনার্স রোড এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. আলমকে (৪৫) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পাঁচটি নিয়মিত মামলা হয়েছে।


















































