সুপ্রভাত ডেস্ক :
প্রতিবার ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রাপককে দিতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।
এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার যে সময়সীমা ছিল তা শিথিল করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়। আগের নিয়ম অনুযায়ী দেড় হাজার মার্কিন ডলার অথবা ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র ব্যাংকে জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল।
তবে সংশোধিত নীতিমালায় কাগজপত্র জমা দেয়ার সময় বাড়িয়ে ২ মাস করা হয়েছে।
এই সুযোগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির জন্য এই অর্থবছর (২০১৯-২০) থেকে রেমিটেন্সের জন্য ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। গেল জুলাই থেকে যা কার্যকর হয়।