চট্টগ্রামে ভ্যাট মেলা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে দু’দিনব্যাপী ভ্যাট মেলা গতকাল শেষ হয়েছে। কমিশরানেটের আওতাধীন ৮টি বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা) আয়োজিত এ মেলায় ৫ বিভাগে ২০১৩টি দাখিলাপত্র জমা এবং ১৫ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬৭ টাকার রাজস্ব আদায় হয়েছে। বাকি তিন বিভাগের তথ্য পাওয়া যায় নি। প্রাপ্ত ৫ বিভাগের মধ্যে রয়েছে নগরীর চট্টলা, আগ্রাবাদ, চান্দগাঁও, কক্সবাজার, খাগড়াছড়ি বিভাগ।
মূলত করদাতাদের হয়রানি ও ভীতি দূর করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান ভ্যাট কর্মকর্তারা। এতে অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেয়া হয়েছে। বর্তমানে এ কমিশরানেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। আগামী এক মাস আরো চারশো ইএফডি মেশিন স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
ক্যাপশান: ভ্যাট মেলার সমাপনী দিনে সদরঘাটে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের কর্মকর্তাদের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দরা।