৫৬ কিংবদন্তির ’ডকুপেইন্ট’ উদ্বোধন

পরিত্যক্ত ভূমিতে সৌন্দর্যবর্ধন করতে চান মেয়র

নিজস্ব প্রতিবেদক »

সরকারি যে কোনো সংস্থার পরিত্যক্ত ভূমিতে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সৌন্দর্যবর্ধন করতে চান মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার নগরীর কাতালগঞ্জে সৌন্দর্যবর্ধন প্রকল্প ও জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চসিক নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্যবর্ধনের কাজে লাগাবে। আমি চাচ্ছি, পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাঁটার ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের বিকাশ ঘটাতে।’

তিনি জামালখান মোড় এলাকায় দেশের ৫৬ জন কিংবদন্তির হাতে আঁকা পেইন্টিং সম্বলিত ডকুপেইন্টের উদ্বোধন করেন। তার আগে তিনি কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির থেকে পাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, রোড ডিভাইডারসহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় চসিকের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ‘নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করতে এ প্রকল্প নেওয়া হয়। এখানে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং আগের ছবিগুলোর পাশে সংযোজন করা হয়েছে।

চকবাজার এলাকার কাউন্সিলর নূর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিকসহ চসিকের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।