জেলা প্রশাসনের সমাবেশে মোছলেম উদ্দিন এমপি
‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প আওয়ামী লীগ সরকারের বড় অর্জন এবং যারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আযান বন্ধ হয়ে যাবে তাদের মুখের কথা বন্ধ হয়ে গেছে।’
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসিক প্রকল্প বাকলিয়ার কল্পলোকে নির্মিত মডেল মসজিদসহ দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ কমপ্লেক্স আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি বলেন, এই মডেল মসজিদ ভবনটি শুধু একটি মসজিদ নয়, মসজিদ কমপ্লেক্স। এর মধ্যে নারীদের জন্য পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা আছে। এছাড়া ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হজের মৌসুমে নগরীর ভেতরের হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শন এবং মৃতদেহ গোসলের ব্যবস্থাও আছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী ইশতেহারে ছিল প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, ইসলামিক ফান্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন, কল্পলোক আবাসিক সমিতির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি