ডেস্ক রিপোর্ট »
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
চট্টগ্রাম নগর থেকে বিভিন্ন উপজেলা, কক্সবাজার জেলা, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না এবং ওইসব এলাকা থেকে কোনও বাসও আসছে না।
চার দফা দাবিতে ধর্মঘট পালন করছেন গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা। মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার মালিক-শ্রমিকের মুক্তি, সড়কে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করা, বিভিন্ন জায়গায় বাস আটকে রাখার প্রতিবাদ ও চুয়েটে পুড়িয়ে দেওয়া তিনটি বাসের ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘট চলছে।
গতকাল শনিবার মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় চার দফা দাবি তুলে ধরা হয়।
রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
নগরীর যেসব এলাকা থেকে বাস ছাড়ে সেখানে সকাল থেকে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা। উপজেলায়ও চলছে না যানবাহন।
গণপরিবহন না থাকায় রিকশা, যাত্রীবাহী মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা বাড়তি ভাড়া দাবি করেছে।
বাস চলাচল না করায় বিকল্প যানবাহনের খোঁজে আছেন যাত্রীরা। মাইক্রোবাসগুলো দ্বিগুন ভাড়ায় যাত্রী টানছে।
৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন আজ। বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজার সড়কের সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আগামীকালও বন্ধ থাকবে।