সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে? বিষয়টি নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে চাইলেন না বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তবে জানিয়ে রেখেছেন, হয় ৩ পেসার খেলবে নয়ত খেলবে ৩ স্পিনার। সিলেট টেস্টে ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। সাথে ছিলেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। চট্টগ্রামের উইকেট, কন্ডিশন সিলেটের চেয়ে কিছুটা ভিন্ন। ফলে একাদশে পরিবর্তন আশা করছেন অনেকেই। চট্টগ্রামে বাড়তি স্পিনার একাদশে দেখা যাবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি টাইগার হেড কোচ সিমন্স। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফিল সিমন্স জানিয়েছেন, ‘(বাড়তি স্পিনার খেলানো হবে কিনা) (হাসি) হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’ চট্টগ্রামের উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দারুণ লাগছে। হার্ড, ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারব। কিছুটা টার্ন পেলে আশা করি ভালো হবে আমাদের জন্য।’ এছাড়া নাহিদ রানার পিএসএলে চলে যাওয়া প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, ‘শক্তি হারিয়েছি বলব না।
গতি হারিয়েছি বলতে পারেন, রানার চলে যাওয়ার ফলে। এখানে স্কিলড বোলারও আছে।
চট্টগ্রামে আসলে স্লো উইকেট হয়ে থাকে। আশা করি কিছুটা টার্ন বের করতে পারব। এখানের পেসাররা কাজটা করে দিতে পারব।’ আজ ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।