নিজস্ব প্রতিবেদক »
চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স না রাখা, চা ক্রয়ের যথাযথ তথ্য ও প্রমাণাদি না থাকা, অনুমোদহীন ব্র্যান্ড এবং প্যাকেটে চা বোর্ডের লোগো ও উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহারের দায়ে ‘কর্ণফুলী চা ঘর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৩০ বস্তা লেবেলবিহীন চা এবং ৫২টি প্যাকেজিং রোল জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘হক টি হাউজ’ নামের আরেক প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার নগরীর সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন এ সংস্থা। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
এ সময় অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং সদরঘাট থানার পুলিশ।
জানা যায়, ‘কর্ণফুলী চা ঘর’ নামের প্রতিষ্ঠানটির মতো ‘হক টি হাউজ’ প্রতিষ্ঠানটিতেও চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটিআই লাইসেন্স ছাড়াই ‘হক টি’ নামে ব্র্যান্ডে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করে চা প্যাকেট করে বিক্রি করছিল বলে প্রমাণ পায় আদালত।
অভিযানের বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘কর্ণফুলী চা ঘর তাদের অনুমোদনহীন প্যাকেটে চা বোর্ডের লোগো ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করছিল। চায়ের এসব অবৈধ ব্যবসা ও প্রতারণা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’