নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম অনিলচন্দ্র শীল (৫৮)। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খাগরিয়ার মৃত ধনঞ্জয় শীলের ছেলে অনিলচন্দ্র শীল পার্বত্য জেলা বান্দরবানের থানচি থানার একটি মামলায় ৩০ বছর আগে যাবজ্জীবন সাজায় দ-িত হয়। মামলার রায় ঘোষণার পর থেকে অনিল আত্মগোপনে থাকেন। গত রোববার রাতে অনিল নিজ এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদ থানায় পৌঁছালে সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত অনিলচন্দ্র শীলের বিরুদ্ধে বান্দরবানের থানচি থানায় একটি মামলায় ৩০ বছর আগে আদালত তাকে যাবজ্জীবন দ-াদেশ দেন। রায়ের পর থেকে অনিল দেশ-বিদেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। গত রোববার এলাকায় আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ মুহূর্তের সংবাদ