সুপ্রভাত ডেস্ক »
বন্দর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মাসজিদে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্বিরাত সম্মেলন ৷ এদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে৷ সম্মেলন সফল করতে গতকাল মঙ্গলবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ৷ নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির মিজানুস সালামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান ৷
‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় এবং আঞ্জুমান-এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত হবে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৷
এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ ও বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন৷ সভাপতিত্ব করবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মো. মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বিভিন্ন বরেন্য ব্যক্তিবর্গ।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের চর্চা চলছে ৷