সুপ্রভাত ডেস্ক »
সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে জারি করা আদেশে প্রত্যাহার করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিক উল্লাহ।
তিনি বলেন, ‘সাজেকের ব্যবসায়ীদের আবেদনে ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকেই সাজেকে যেতে পারবেন পর্যটকরা।’
প্রসঙ্গত, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু রিসোর্ট পুড়ে যায়। ফলে রাতে পর্যটকদের সাজেক ভ্রমণ না করতে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করেছিল প্রশাসন।