চসিক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক :
২৫ জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক) নির্বাচনের সব ধরনের প্রচারণা। বৃহস্পতিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা ২০১০ এর ৭৪ বিধি অনুসারে ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটের দিন ও ভোট গ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সব ধরনের প্রচারণা সম্পূর্ণ বন্ধ থাকবে। সে হিসেবে ২৫ তারিখ রাত ১২টা থেকে ২৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চসিক নির্বাচনী এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি বা প্রার্থী কোন জনসভা আহ্বান, কোন মিছিল বা শোভাযাত্রা সংঘটন করাসহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
এ মুহূর্তের সংবাদ