নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে বাড়তে থাকা সংক্রমণে প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত হচ্ছে। এরই মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে। নগরীতে ১ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৮১ জন নিয়ে চট্টগ্রামের নতুন শনাক্ত ১ হাজার ৪৬৬ জন। এর আগে গত বৃহস্পতিবার ১ হাজার ৩১৫ জনের শনাক্ত ছিল একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৭৫১ জন। এছাড়া গত ২৪ ঘন্টা করোনায় মারা গেছেন ৯ জন । এরমধ্যে নগরীতে পাঁচজন এবং উপজেলায় চারজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৫৮ জন।
শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১২ টি ল্যাবে ৩ হাজার ৯২৩ নমুনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৮১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৬০ হাজার ৯০৭ জন এবং উপজেলায় ২০ হাজার ৩১০ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ২১৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে পাঁচজন এবং উপজেলায় চারজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৯ জন। এ নিয়ে নগরীরে ৫৭৪ জন এবং উপজেলায় ৩৮৪ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৫৮ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৭ নমুনার মধ্যে ১৪০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯০ নমুনায় ১৯৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৭ নমুনায় ১১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৩৬৯ নমুনায় ১৪৪ জন, এন্টিজেন টেস্টে ৯০১ নমুনায় ৩২৮ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৩৭ নমুনায় ১০৩ জন, শেভরণে ২২৩ নমুনায় ৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৮ নমুনায় ৪৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৮১ নমুনায় ৩৭৯ জন, আরটিআরএল ল্যাবে ২৮ নমুনায় ৯ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ নমুনায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।