সুপ্রভাত ডেস্ক :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ৪২ জন।
শনাক্ত অনুপাতে মৃত্যুর হার ১.৩ শতাংশ। নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার ২১ শতাংশের নিচে নামছেই না।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে বলে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
মৃতদের মধ্যে ৭৭ শতাংশই পুরুষ। মোট মৃতদের ৩৭ জনেরই বয়স ৪১ থেকে ১০০ বছরের মধ্যে।
তিনি জানিয়েছেন নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১৪ হাজার ৫৬০ জন।
ওদিকে প্রথম করোনাভাইরাস সনাক্ত হওয়া দেশ চীন থেকে একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছেন।
তারা বাংলাদেশে ১৪ দিন অবস্থান করবেন। এই সময় তারা ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন কোভিড ১৯ হাসপাতাল, কোয়ারেন্টিন কেন্দ্র ও ল্যাব পরিদর্শন করবেন।
বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলায় ব্যবস্থাপনাসহ তাদের অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন।
সারাদেশে অনলাইন সভার মাধ্যমে কথা বলবেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের উপ-মহাপরিচালক ও চিফ ফিজিশিয়ান।
চীন এর আগেও বিভিন্ন দেশে তাদের চিকিৎসক পাঠিয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের জন্যে কর্মকর্তারা নানা দেশ সফর করছেন।