নিজস্ব প্রতিবেদক:
নগরের কর্ণফুলী থানা এলাকায় থেকে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭। বুধবার দুপুর আড়াইটার দিকে শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা। এসময় তাদের কাছ থেকে দুটি ট্যাংক লরিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার মোজাফফর হোসেনের ছেলে জামাল হোসেন (৩৪), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হীরণ গ্রামের বেলায়েত খানের ছেলে মো. আল আমিন (৩০) ও নগরের পাহাড়তলী থানার সরাইপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৭’র কর্মকর্তা (মিডিয়া অফিসার) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, র্যাব গোপন সূত্রে জানতে পারে, কিছু ব্যক্তি দুটি ট্যাংক লরিতে আমদানি করা ফার্নেস অয়েল চোরাইপথে বিক্রির উদ্দেশে চট্টগ্রামের দিকে আসছে। এসময় র্যাব-৭ শাহ আমানত সেতুর দক্ষিণে একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের আগে গাড়ি থামিয়ে চার ব্যক্তি দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করে র্যাব। একজন পালিয়ে যায়। পরে ট্যাংক দুটি থেকে ২০ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।
উদ্ধার করা তেল ও ট্যাংক দুটির আনুমানিক মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।
Uncategorized























































