সুপ্রভাত ডেস্ক »
আজ বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু হলেও সব শ্রেণির শিক্ষার্থীরা পুরো সেট বই পাই নি।
প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে সবগুলো বই এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও অঙ্ক বই পেয়েছে বলে জানা গেছে।
এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) জানিয়েছে, আগামী ২০ তারিখের মধ্যে সব শিক্ষার্থীকে ধাপে ধাপে বই দেয়া সম্ভব হবে। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন করে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া এবং মন্ত্রণালয় পর্যায়ে আনুষঙ্গিক কাজের অনুমোদন পেতে দেরি হওয়াই বছরের প্রথম দিন সব বই দেয়া সম্ভব হচ্ছে না।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
এ বছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে।
এনসিটিবি চেয়ারম্যান উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসব আয়োজনের নামে অর্থের অপচয় হয়েছে। তিনি বলেন, এ বছর সময়মতো বই বিতরণ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে,