গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সকল প্রতিষ্ঠানকে দুর্নীতর মাধ্যমে নষ্ট করা হয়েছে। এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো ঠিক করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে সরকার। তিনি জানান, সরকার দায়িত্ব নেয়ার পর যেসব প্রতিষ্ঠানের প্রধান পালিয়েছে; সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি।
এ সময় তিনি জনগণের শঙ্কা দূর করতে আইশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।