সুপ্রভাত ডেস্ক »
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
আজ রোববার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে, সংবাদ সম্মেলনের শুরুতে ইসি সানাউল্লাহ বলেছিলেন, চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।

নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার পর আমরা রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টা সময় দেব পোস্টার সরানোর জন্য। না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোট গ্রহণের সময় বাড়ানো প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

















































