সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, জাইকার অর্থায়নে মহেষখাল, পোর্ট কানেক্টিং রোড (পিসি রোড) সহ যে সকল উন্নয়ন কাজ চলমান তা চলতি মাসের ১২ তারিখের মধ্যে শেষ করতে হবে। অন্যথা সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যাদেশ বাতিল করা হবে।
তিনি গতকাল জাইকা প্রতিনিধিদল টাইগারপাস করপোরেশনের কার্যালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মুহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমে, জাইকার টিম লিডার মাইকেল স্লিংস বাই, প্রকৌশলী মো. নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
চসিকের প্রশাসক বলেন, বার বার তাগিদ দেয়ার পরও কিছু ঠিকাদার খামখেয়ালি ও ইচ্ছেমাফিক তাদের কার্যক্রম চালাচ্ছেন। এতে জনভোগান্তি, দুর্ভোগের পাশাপাশি চসিকের ভাবমুর্তি ক্ষুণ্ন হচ্ছে। এটা কাম্য নয়। ঠিকাদারদের বেশ করার বুঝিয়ে বলার পরও কাজ না হওয়ায় করপোরেশনকে নগরবাসীর স্বার্থে কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিতে হবে। বিজ্ঞপ্তি
এ মুহূর্তের সংবাদ