১১ অবৈধ দোকান উচ্ছেদ

স্পট : রাইফেলস ক্লাব

৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরের কোতোয়ালী থানার রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে ১১টি দোকান বসায় অবৈধ দখলদাররা। চট্টগ্রাম জেলা প্রশাসন এক অভিযানে ওই ১১টি দোকান ভেঙে আনুমানিক ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে।

গতকাল রোববার সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মাদ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ বলেন, ‘রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে আমতল মোড়গামী রাস্তা সংলগ্ন ১১টি দোকান গড়ে তোলা হয়। খবরটি আমরা পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি।

অভিযানে তথ্যের সত্যতা পেয়ে ১১টি দোকান ভেঙে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এতে আমরা আনুমানিক ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ অভিযানে আরও এককজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩০ জন সিএমপির পুলিশ সদস্য ও ৩০ জন আনসার সদস্য সহায়তা করেন।’