সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সোমবার (১১ অক্টোবর) চতুর্থ দফায় মুম্বাই সেশন কোর্টে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হয়। কিন্তু আদালত নতুন দিন ধার্য করেছেন। আগামী বুধবার (১২ অক্টোবর) হবে তার জামিন আবেদনের শুনানি।
গত বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখনই তার আইনজীবী সতীশ মানশিন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। সেটারই তারিখ ছিল সোমবার। কিন্তু নিরাশ হয়েই ফিরতে হয়েছে সতীশকে।
২ অক্টোবর মাদক পার্টি থেকে আরিয়ান খানকে যে পুলিশ কর্মকর্তা আটক করেছিলেন, তিনি সমীর ওয়াংখেড়ে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক। মধ্য তিরিশের সমীর ছদ্মবেশ নিয়ে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরীতে ওঠেন। এর পরের ঘটনাবলি প্রত্যেকেরই জানা। কিন্তু জানেন কি শুধু আরিয়ানই নয়, অতীতে সমীরের জন্য বিপদে পড়েছিলেন শাহরুখ স্বয়ং?
সেটা ১০ বছর আগের কথা। বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি। বলিউডের ‘কিং’কে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের আধিকারিকরা। সমীর তখন শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়, হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে।