সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সিরিজ জিতলেও শেষটা হলো না জয়ে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তা সত্ত্বেও সিরিজ জিতল ২-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনাসুচক ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এবারো টস ভাগ্য আসে কিউইদের পক্ষে। নিউজিল্যান্ড দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালো ছিল না। দলীয় ১৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এরপর সাইফ হাসান ৩১ রান করে বিদায় নিলে একাই দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী। তবে অন্য প্রান্তে তাকে তেমন সঙ্গ দিতে পারেননি স্পেশালিস্ট ব্যাটারদের কেউ।
ইয়াসির এক প্রান্ত আগলে রাখলেও আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতরা ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। ৬ উইকেট পতনের পর নাসুম আহমেদ সমর্থন যোগান ইয়াসিরকে। ৬৫ বলে ৬৩ রান করে ইয়াসির বিদায় নিলে নাসুম একাই কাঁধে দায়িত্ব তুলে নেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে ক্ষান্ত হন ৬৭ রানে, ৯৬ বলে হাঁকান ৯টি চার ও ১টি ছক্কা। তার ব্যাটে ভর করে ৪৭.৩ ওভারে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ ‘এ’। কিউইদের পক্ষে আদি অশোক তিনটি এবং বেন লিস্টার, জায়ডেন লেনক্স ও ডিন ফক্সক্রফট দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে দুই ওপেনার ভালো শুরু এনে দেন সফরকারী দলকে। নিউজিল্যান্ড ‘এ’ প্রথম উইকেট হারায় দলীয় ৭৭ রানে। বিপজ্জনক হয়ে ওঠা রিস মারিউ ৩৩ বলে ৩৩ রান করে এলবিডব্লিউ হন নাসুমের বলে। ডেল ফিলিপস ৩৪, অধিনায়ক নিক কেলি ১৯, জো কার্টার ৩৩, মো আব্বাস ১৯ রান করে ফিরলে কিউইরা চাপে পড়ে।
১৬৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ডিন ফক্সক্রফট ও জ্যাক ফউকস দলের হাল ধরেন। তাদের ব্যাটে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দল। ফক্সক্রফট ৩৬ ও জ্যাক ২৮ রানে অপরাজিত থাকেন, জয় নিশ্চিত হয় ১০ বল হাতে রেখে। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান দুটি করে উইকেট শিকার করেন।