হেলাল হাফিজ : মৃত্যুর চেয়ে বড়

আরিফুল হাসান »

হেলাল হাফিজকে নিয়ে লেখার দূরতম সামর্থও আমার নেই। দূর পাহাড়ের কোলে ঘাসের ডগায় একবিন্দু শিশিরের কাছে সূর্যালোক যেমন দূরে অথচ সমস্ত সূর্যেরই প্রতিফলন হয় তাতে, যেমন পাহাড়ের উচ্চতার কাছে সামান্য ঘাস যৎসামান্য তবু পাহাড়ের ছায়াকে সে মেখে নেয় সবুজ শরীরে, যেমন জ্যোৎস্নালোকে চাঁদের দূরত্ব আর উপমাহীন সাগরের গভীরতার কাছে নব্য কাপ্তানের বোধের অগভীরতা আমার সাথে হেলাল হাফিজ তেমনই।
ঘাসে শুয়ে আকাশ দেখার মতো তাকে দেখেছি। দূর থেকে, ভার্চুয়াল তবে অনাত্মীয় অনুভব করিনি কখনো। বাংলা সাহিত্যের কিংবদন্তি এই কবি নিজে কবিতা থেকে নির্বাসনে থাকার পরেও কবিতাকর্মী কোনো অনুজকেও অবজ্ঞা করেননি। এই মহানদের বিশালতা। আর এই বিশালতা বুকে নিয়ে কীভাবে প্রশান্ত মহাসাগরের মতো তিনি চুপ করে ছিলেন একটা জনম সারাটা জীবন যেনো বিশাল হিমালয় চুপ করে আছে সহস্রাব্ধ, তা কবিজন্মের বাসনা থেকে নিষ্কৃতির পর যখন কেউ কেউ, অতি বিরল কেউ কেউ সরাসরি কবিতা হয়ে যায় শুধু তারাই উপলব্ধি করতে পারবে। মান, যশ, খ্যাতি, বিস্তৃতি, পদবী, পদক, খ্যাতি সম্পদ-সংসার, ঘর সব ছাড়ার পরে একজন মানুষ আসলে কী হয়?তলস্তয় বলেছেন,‘চূড়ান্ত বিলুপ্তিই মানবের লক্ষ্য’ তাহলে কি তাই হয়? হেলাল হাফিজ কী হয়েছিলেন সে আলোচনা মুখ্য করবো না। কারণ তার কবিতা বঙ্গোপসাগরের অসংখ্য ঢেউ হয়ে মিছিলে মিছিলে, প্রতিটি সংকটে, সংকল্পে, অভ্যুত্থানেÑযুদ্ধে কতটা পরিব্যপ্ত তা সাহিত্যজন মাত্রই জানেন। তার কবিতা কী পরিমাণ প্রেমে-বিরহে রসদ জুগিয়েছে তারুণ্যকে, প্রেমিক মাত্রই তা অবগত।
প্রচলিত বিখ্যাত কবিতার বাইওে যদিও তিনি খুব অল্পই লিখেছেন, বলা চলে শুধু একটি বই, সেই বিচারে, ‘যে জ্বলে আগুন জ্বলে’র ভেতর তিনি জল ও আগুনের আখ্যানের বাইরে আরও কিছু চিরায়ত স্বাক্ষরও রেখেছেন। নিছক ধ্বনিপ্রবাহ নয়, নয় স্লোগান, নয় আবেগ থরোথরো সংলাপÑবিরহী উচ্চারণÑসহজাত সেসব কবিতায়, কবিতাংশে লেখকের মৌলপ্রতিনিধিত্বের জায়গাটা খুব স্পষ্ট হয়েছে আমার কাছে। শাশ্বত সুন্দরের যা, যা প্রকৃতির মতো অকৃত্রিম, কোনো ইচ্ছে বা আকাঙ্খার সীমারেখাহীন দিগন্তের মতো, মহাকবিতার নিরবচ্ছিন্ন পঙক্তির মতোÑযা যুগে যুগে দেশ-কালভেদে সকল লেখকরাই লিখে চলেছেনÑসেই অনাবিল অবিরল কাব্যসুধার স্বাদও রয়েছে ‘যে জলে আগুন জ্বলে’র কিছু কবিতায়।
২.
হেলাল হাফিজের ‘অস্ত্র সমর্পণ’ এক অমোঘ কবিতা, যেখানে অস্ত্র ও ভালোবাসা মিলেমিশে এক হয়ে গেছে। এটি শুধু যুদ্ধের কাব্য নয়, এটি আত্মার গভীরতম টানাপোড়েন, প্রেম ও প্রতিশোধের মধ্যে জেগে ওঠা এক অনন্ত দ্বন্দ্ব। কবিতাটি শুরু হয় স্মৃতির প্রতিধ্বনি দিয়ে ‘মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।’ ভালোবাসা এখানে কোনো কোমল অনুভূতি নয়, এটি রক্তে ও অগ্নিতে জ্বলা এক অনন্ত শক্তি। কবি ভালোবাসাকে অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন, যা একদিকে ধ্বংস করতে পারে, অন্যদিকে সুরক্ষা দিতে পারে।
যে প্রেম একসময় যুদ্ধের নামান্তর ছিল, যে প্রেম বন্দুকের নলে মাথা রেখে অন্ধকার রাতের পাহারায় কাটিয়েছে, সে প্রেমই একসময় অস্ত্র সমর্পণ করে। কিন্তু এই সমর্পণ কোনো পরাজয়ের নয়, এটি এক নতুন শুরুর প্রতীক। ‘কারাগারে সমর্পণ করে, ফিরে যাচ্ছি ঘরে’ এই ঘরে ফেরা কেবল ভৌত বাস্তবতার নয়, এটি মানবিকতার কাছে ফেরা, ভালোবাসার এক শান্তিপূর্ণ স্রোতে মিশে যাওয়া।
কবিতার শরীরে লুকিয়ে থাকা প্রেম-ইতিহাসে ধরা পড়ে মানবজীবনের এক গূঢ় সত্য। যখন কবি বলেন, ‘তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের / মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত / কেটে গেছে আমাদের জঙ্গলের কতো কালো রাত!’তখন অস্ত্র শুধু যুদ্ধের হাতিয়ার থাকে না, এটি হয়ে ওঠে নির্ভরতার, ভালোবাসার এক নীরব সঙ্গী। এটি সেই সম্পর্কের ভাষা, যা দুঃসময়ের অন্ধকারে আলো জ্বালাতে জানে।
তবু, অস্ত্রের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্কের শেষে আসে বিদায়ের মুহূর্ত। কিন্তু সেই বিদায় স্থায়ী নয়। কবি স্পষ্ট জানিয়ে দেন, যদি পৃথিবী কখনো আবার ভালোবাসার ঘাটতিতে ভোগে, যদি মানুষ মানুষের প্রতি ভালোবাসা ভুলে যায়, তবে এই অস্ত্র আবার প্রেমের ভাষায় কথা বলবে, ‘ভেঙে সেই কালো কারাগার / আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার।’
৩.
হেলাল হাফিজের ডাকাত কবিতাটি যেন অন্ধকারে ডুবে থাকা এক দহন-গান, যার প্রতিটি শব্দ দগ্ধ করে। এই কবিতার পঙক্তিমালায় মিশে আছে সময়ের চাপা দীর্ঘশ্বাস, একটি নীতিহীন সমাজের অন্তর্লীন আর্তি, আর ধ্বংসের অতল গহ্বর। এখানে “তুমি কে হে?” প্রশ্নটি কেবল ডাকাতের উদ্দেশ্যে নয়; বরং এক জিজ্ঞাসা, যা প্রতিধ্বনিত হয় প্রতিটি অন্তরে, প্রতিটি বিবেকের অন্ধকারে। কবি যেন সময়ের ক্যানভাসে আঁকেন এক লুপ্তপ্রায় মানবতার প্রতিচ্ছবি, যেখানে লালসার জোয়ার ছাপিয়ে গেছে নৈতিকতার তীর।
সোনালী ছনের বাড়ি এই চিত্রকল্প শুধু একটি বাড়ি নয়; এটি আমাদের সংস্কৃতি, মূল্যবোধ আর আত্মার প্রতীক। ‘বেগানা পুরুষ’ এখানে কেবল একটি চরিত্র নয়, বরং সেই অদৃশ্য অপশক্তি, যা নির্লজ্জভাবে আঘাত হানে আমাদের ভিতরের সৌন্দর্যে। কবিতার ভাষা তীক্ষè, তার প্রতিটি শব্দ যেন এক বিষাক্ত তীরের মতো। ‘লাজ-শরমের মাথা খেয়ে’ বাক্যটি আক্ষরিক নয়, এটি আমাদের মানসিকতা ও আত্মপরিচয়ের ওপর আঘাতের এক রূপক।
কবিতার অন্ধকার যেন এক গোপন বাণিজ্যের বাজার, যেখানে ‘চতুর বণিক’ রাতের ছায়ায় নেমে আসে। এই বণিক শুধুই এক ডাকাত নয়; এটি সেই ধূর্ত শক্তি, যা সমাজকে লুট করে, আমাদের বিশ্বাস, স্বপ্ন আর সংগ্রামকে তছনছ করে দেয়। ‘মারী ও মড়কে, ঝড়ে, কাক্সিক্ষত বিদ্রোহে’ এই লাইনগুলো অতীতের সংগ্রামের প্রতি এক নীরব শ্রদ্ধা। এখানে যুদ্ধের সেই পদচারণার স্মৃতি, যা একদিন এই বাড়ি মুখর করেছিল, আজ যেন নিঃসঙ্গ নীরবতায় নিমজ্জিত।
এ কবিতার শক্তি তার প্রশ্নমুখর কাব্যে। তিনি সরাসরি কিছু বলেন না; বরং তার প্রতিটি বাক্যে এমন এক অন্তর্গত শূন্যতা সৃষ্টি করেন, যা পাঠককে চিন্তার গভীরে নিয়ে যায়। ‘লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে’Ñএই লাইন কেবল ভবিষ্যৎবাণী নয়; এটি এক ধ্রুব সত্য, যা দিনের আলোর মতো অনিবার্য। রাতের রাজত্ব বেশি দিন টেকে না; প্রভাতের ঢল সব কিছু মুছে দেয়।
হেলাল হাফিজের এই কবিতা পড়ে মনে হয়, আমরা যেন দাঁড়িয়ে আছি এক ভাঙাচোরা বাড়ির সামনে, যেখানে প্রতিটি ইট আমাদের স্মৃতি আর সংগ্রামের গল্প বলে। সেই বাড়ি কি আমরা রক্ষা করতে পেরেছি, নাকি অজান্তে সেই ডাকাতের সাথে হাত মিলিয়েছি? কবিতার শেষ প্রশ্নে এই দহন আরও তীব্র হয়ে ওঠে।
এই কবিতা সময়ের চেয়ে দীর্ঘ, কারণ এটি আমাদের চেতনায় একটি অমোঘ প্রশ্ন জাগিয়ে তোলে, যা উত্তরহীন।
৪.
শোকের মধ্যে যে পূর্ণতা লুকিয়ে থাকে, হেলাল হাফিজের ‘তীর্থ’ সেই গভীরতর সত্যের কবিতা। এটি কোনো সাধারণ ভাঙনের আখ্যান নয়, বরং এক মহাজাগতিক কম্পনের ভাষ্য, যা আমাদের অস্তিত্বের সবচেয়ে অপরিবর্তনীয় স্তরগুলোকে নাড়িয়ে দেয়। এই কবিতা শুরুর প্রশ্নগুলো, ‘কেন নাড়া দিলে?’ শুধু প্রশ্ন নয়; এগুলো ভেতরে বয়ে চলা এক অনন্ত ঝড়ের প্রতিধ্বনি। জীবনের অনিশ্চয়তা ও শূন্যতার সঙ্গে মিশে থাকা এই নাড়া দিয়ে ওঠা এক বিস্মৃত সত্যকে জাগিয়ে তোলে।
‘পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার’, সেই চোখে এক মাসের শ্রাবণ ঢেলে দেওয়া, যেন অস্তিত্বের গহনে এক বন্যা বইয়ে দেওয়া। এই জল শুধু বৃষ্টি নয়; এটি চোখের জলে লেখা এক মহাকাব্য, যা মানুষের হৃদয়ের অতলে প্রবাহিত হয়। এখানে শ্রাবণ একাধারে প্রাকৃতিক ও আধ্যাত্মিক প্রতীক। এটি এমন এক ধারা, যা বেদনার সঙ্গে মিলেমিশে মানুষের হৃদয়ে গভীর এক দাগ রেখে যায়।
‘যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরে / কেন তাকে সেটুকু নাড়ালে?’ এই প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে ভাঙনের এক অলৌকিক সৌন্দর্য। যে অংশটি কখনো নড়ে না, সেটিকেই নাড়িয়ে দেওয়া এ যেন পাহাড়ের শিকড় টেনে তোলা, সমুদ্রের তলদেশকে উন্মোচিত করা। এই নাড়ানো কেবল ধ্বংসের নয়; এটি রূপান্তরের শুরু। কবি বলতে চান, জীবনের গভীরে এমন কিছু স্তর আছে, যা তীব্র ব্যথা ছাড়া জাগে না, অস্থির হয় না।
ভয়ের কথা যখন আসে, তখন কবিতার ভাষা আরও শাণিত হয়ে ওঠে। ‘ভয় দেখালেই ভয় পায় না অনেকে’ যিনি সমস্ত শোকের দ্বীপে ঘুরে এসেছেন, তার কাছে ভয়ের অস্তিত্ব আর থাকে না। হারানোর ভয় যিনি হারিয়েছেন, তিনিই তীর্থ।
শোক-দ্বীপের প্রতীকটি এখানে বহুমাত্রিক। দ্বীপ এক বিচ্ছিন্নতার প্রতীক, যেখানে মানুষ নিজেকে একা পায়, কিন্তু এই একাকিত্বের মধ্যে সে খুঁজে পায় আত্মার গভীরতম স্তর। কবিতায় এই দ্বীপের মধ্য দিয়ে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে। দ্বীপ একান্ত শোকের, আবার একান্ত মুক্তিরও।
সেই অবস্থান, যেখানে সমস্ত ক্ষতি, শোক, এবং ভয়ের ঊর্ধ্বে উঠে মানুষ খুঁজে পায় এক অন্তর্নিহিত পূর্ণতা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পাওয়া এক নতুন জীবনদৃষ্টি, ‘সব কিছু হারিয়েই সে মানুষ / হারাবার ভয় হারিয়েছে’।
‘তীর্থ’ আমাদের শেখায় ভাঙনের মধ্য দিয়েই মানুষ পৌঁছে যায় নিজের আত্মার শুদ্ধতম জায়গায়। শোক-দ্বীপের পথ বেয়ে, ভয়-শূন্যতার মধ্যে দিয়ে মানুষ নিজেকে এমন এক তীর্থে নিয়ে আসে, যেখানে আর কোনো প্রশ্ন থাকে না, কেবল গভীর এক উপলব্ধি থাকে, যা মৃত্যুর চেয়ে বড়।