সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের কোচ, সেই ডেভিড হেম্পকেই দেওয়া হয়েছিল জাতীয় দলের ব্যাটিং কোচের মর্যাদা। তবে হেম্পের অধীনে টাইগারদের ব্যাটিংয়ের হাল তথৈবচ। বোলিং ইউনিটের সাফল্যও মলিন হয়ে যাচ্ছে ব্যাটারদের ব্যর্থতায়। হেম্প তাই দায়িত্ব হারালেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ তাহলে কে? এই প্রশ্নের উত্তর শুনে অনেকেরই মনে প্রশান্তির হাওয়া বয়ে যাবে। হেম্পকে সরিয়ে বিসিবি ব্যাটিং দেখভালের দায়িত্ব দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলের কোচিং প্যানেলে নিয়োগ পাওয়া সালাউদ্দিন এবার কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে। সাদমান-জাকির-জাকেরদের ব্যাটিং আরও উন্নতি করতে কাজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ থেকেই। হেম্প দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে যাননি। এ মুহূর্তে বাংলাদেশেই আছেন। তাই খুব সম্ভবত এইচপির হেড কোচ হিসেবে আবারো ফিরবেন পুরনো ভূমিকায়। হেম্পের মতো টাইগাররা সাথে নেয়নি এনালিস্ট মহসিন শেখকেও। তার বদলে নেওয়া হয়েছে ভারতের অক্ষয় হিরেমাথকে। সালাউদ্দিন ব্যাটিংয়ের দায়িত্ব নেওয়ায় অনেকেই আশাবাদী হয়েছেন- এবার হয়ত ব্যাট হাতে টাইগারদের দৈন্যদশা কাটবে। সাকিব থেকে তামিম, কিংবা শীর্ষস্থানীয় অন্য যেকোনো ক্রিকেটার- নিজেদের স্কিল নিয়ে কাজ করতে সবারই প্রথম পছন্দ সালাউদ্দিন। ৫০ বছর বয়সী এই কো দুই দশক ধরে কোচিং করাচ্ছেন। সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসর জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও জিতেছেন শিরোপা।