‘হৃদয় অমূল্য সম্পদ’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

পাকিস্তানও হেরে শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশও। দুই দল আবার একই গ্রুপে। তবে রান রেটে পাকিস্তান বাংলাদেশের চেয়েও পিছিয়ে। দলটির দুর্ভাবনাও তাই বেশি। এবার বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শেখার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। রমিজ এই পরামর্শ দিয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের ১৫৪ রানের জুটি দেখে। ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর দুজন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তাতে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, মনে হচ্ছিল একশ রানও হয়তো করতে পারবে না। কিন্তু সেখান থেকে ইনিংসকে টেনে নেওয়া দারুণ ব্যাপার। জাকেরের পারফরম্যান্সও অসাধারণ ছিল। দারুণ একটি জুটি গড়েছে তারা।’
তবে হৃদয়ের ব্যাটিংই রমিজের বেশি মনে ধরেছে, ‘ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা এবং তারপর সেঞ্চুরি করা অনেক দুর্দান্ত ব্যাপার।’
রমিজ মনে করেন, হৃদয় নির্ভরযোগ্য একজন খেলোয়াড় যিনি নিজেকে সময় দিলে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবেন। রমিজ আরও বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে এবং রানিং বিটুইন দ্য উইকেটও ভালো। মিডল অর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার।’
হৃদয় ও জাকেরের পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাকের এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি।’
‘এখান থেকে এই দৃষ্টান্তটা পাওয়া যে, কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি।’