নিজস্ব প্রতিবেদক »
৬২’র শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং ৭০ দশকের ছাত্র রাজনীতি ও শিল্প সাহিত্য আন্দোলনের প্রাণ পুরুষ আবু হাসান মোহাম্মদ শহীদ আর নেই। হাসান শহীদ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। গত ১৪ আগস্ট সন্ধ্যায় নগরীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মরহুম এএস এম ওয়াহেদ এর বড় সন্তান।
অকৃতদার হাসান শহীদকে খাতুনগঞ্জের ইন্ডেটিং ব্যবসায় পথিকৃত ভাবা হয়। অত্যন্ত সফল ব্যবসায়ী হাসান শহীদ নেপথ্যে থেকে অনেক সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন। ছোট পত্রিকা অচিরা ও দৈনিক পত্রিকা আন্দোলনের প্রকাশনার সাথেও যুক্ত ছিলেন তিনি। চলচ্চিত্র বোদ্ধা হাসান শহীদ দেশ স্বাধীনের পর চলচ্চিত্র সংসদ আন্দোলনেও জড়িত ছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা-পূর্ব চট্টগ্রাম বেতারের নিয়মিত কথক।