সুপ্রভাত ডেস্ক »
সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়৷
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্যে জানা যায়, মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে সিসিইউ-সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গতকাল রবিবার দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে সোমবার ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া৷ গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়৷
৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন৷
খালেদা জিয়াকে দেখতে দলের সিনিয়র নেতারা হাসপাতালে গিয়েছেন। দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়াপারসনের সঙ্গে দেখা করতে যান। এর আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম খালেদা জিয়াকে দেখতে যান।