নিজস্ব প্রতিনিধি, রাউজান :
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার চট্টগ্রাম নগরীর মোহরা অংশে একটি ডলফিন মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেছেন স্থানীয়রা। ১৪ আগস্ট সন্ধ্যায় নদীতে স্থানীয় লোকজন নৌকায় বেড়ানোর সময় মৃত ডলফিনটি দেখতে পান। ওই দলের কয়েকজন তরুণ জানান, মোহরা ওয়াসার পাশে নদীতে মৃত ডলফিনটি দেখে তারা মোবাইলে ছবিও ধারণ করেন। মৃত ডলফিনটি এখনো কেউ উদ্ধার করেনি। নদীতে বেড়াতে যাওয়া তরুণ আবদুল্ল্যাহ আল মামুন বলেন, মনে হয়, ডলফিনটি কয়েকদিন আগে মারা গেছে। ডলফিনটির মাথার অংশ কাটা ছিল।
হালদা গবেষক চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জরুল কিবরিয়া বলেন, হালদায় প্রতিনিয়ত অতিবিপন্ন প্রাণী ডলফিন মারা যাচ্ছে। বেশির ভাগ ডলফিন আঘাতজনিত কারণে মারা যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট (শুক্রবার) যে ডলফিনটি মারা গেছে ওটার শরীরেও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তিনি জানান, এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, হালদা নদীতে প্রতিরাতে ১০ থেকে ১২টি ড্রেজার বালু উত্তোলন করে থাকে।
ড্রেজারের পাখার আঘাতে ডলফিনটি মারা যেতে পারে।