করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি থাকা বাংলাদেশ অটো রিকশা হালকাজান পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ১৩ মেয় বিকালে নগরীর দেওয়ানহাট মোড়, একে খান মোড়, বাদুরতলা বড় গ্যারেজ ও জিইসি রুটে চলাচলরত এসব হালকা অটো রিকশা পরিবহন শ্রমিকদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোরশেদ আলম, জহুরুল আলম জসিম, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির নেতা সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ অটো রিকশা হালকাজান পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহ আলম হাওলাদার, নাসির উদ্দিন, মোহাম্মদ সোলাইমান, ইয়াছিন মিয়াজী, মোহাম্মদ মনির প্রমুখ।
এ সময় মেয়র বলেন, করোনা প্রাদুর্ভাবে গণপরিবহন বন্ধ থাকার কারণে বর্তমানে পরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন। পাশাপাশি অনেক পরিবহন মালিকও অভাব অনটনে রয়েছেন। এসব পরিবারগুলোর কথা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন। আমাদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। সংক্রমণ থেকে রেহাই পেতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই কার্যকর ব্যবস্থা। বিগত ৩-৪ দিন ধরে চট্টগ্রাম মহানগর ও জেলায় কোভিড-১৯ এর সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত ৫ দিনের পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রামে আশক্সক্ষাজনকভাবে করোনা শনাক্ত হচ্ছে। বিজ্ঞপ্তি
মহানগর