হাদিকে সিঙ্গাপুর নেওয়ায় চিকিৎসাগত বাধা নেই, শারীরিক অবস্থারও অবনতি হয়নি

সুপ্রভাত ডেস্ক »

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার ক্ষেত্রে তার শারীরিক অবস্থায় কোনো চিকিৎসাগত বাধা নেই বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

জরুরি বৈঠক শেষে বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং প্রয়োজনীয় সব ক্লিনিক্যাল প্যারামিটার স্থিতিশীল রয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় এভারকেয়ার হাসপাতাল গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে দেখেছে যে রোগীর শারীরিক অবস্থায় নতুন করে কোনো অবনতি হয়নি। কিডনি ফাংশন স্বাভাবিকভাবে কাজ করছে এবং শরীরের কোনো অর্গানে নতুন করে সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।