নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের চারিয়ার মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শাহ জাহান (৩২), আইয়ুব আলী (২৫), রহমত উল্লাহ(৫০), মো. ওবায়দুল হক (৩৫), মো. বাবুল (৫০), মো. রেজাউল করিম (৪০), আব্দুল আজিজ (২২), ইকবাল হোসেন (২৮)। তাদের সবার বাড়ি মির্জাপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের চারিয়া মুরাদপুর এলাকায়।
গতকাল সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলায় এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ অর্থসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন তিনি।