নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী:
পামওয়েল, রং ও ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে ৭ থেকে ৮ ব্রান্ডের ঘি। এসব ক্ষতিকারক উপকরণ দিয়ে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন কোম্পানির ঘি। ভেজাল ঘি গুলো উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করা হচ্ছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাটের আলম বিল্ডিং এর নিচ তলায় অভিযান ভেজাল ঘি কারখানার সন্ধান পায় প্রশাসন। এসময় ওই কারখানা থেকে ২ হাজার লিটার ভেজাল ঘি জব্দ করা হয় এবং বেশ কিছু ঘি তৈরির উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রম্নহুল আমিন সুপ্রভাতকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর এলাকার আলম বিল্ডিং এ অভিযান চালানো হয়। এ পর্যন্ত হাটহাজারীতে মোট ১৯টি ভেজাল ঘি কারখানা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।