সুপ্রভাত ডেস্ক »
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের ঘটনা ঘটে। এরপর তাকে থানায় সোপর্দ করে ছাত্র-জনতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। মারধরের এক পর্যায়ে অভিনেতা সিদ্দিককে কান্নাকাটি করতেও দেখা যায়। এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলেও স্লোগান দিচ্ছিলেন।
পরে অভিনেতা সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। রমনা থানা তাকে গুলশান থানায় হস্তান্তর করে।
প্রসঙ্গত, সিদ্দিকুর রহমান সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।