সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
রোববার জাকার্তায় স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ হকি দল। এর আগের দিন ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লড়াইয়ের মঞ্চে উঠেছে পাকিস্তান। যার ফলে আগামী ১ জুন পঞ্চম হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে খাতা কলমের হিসেবে প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় বাংলাদেশের জন্য পঞ্চম হওয়া একপ্রকার অসম্ভবই বলা চলে। খবর ডেইলি বাংলাদেশ’র
ইন্দোনেশিয়ার বিপক্ষে স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ ইমন ও পুস্কর খিসা মিমো। ইন্দোনেশিয়ার গোলদাতা আকবর আবদুল্লাহ ও আরদাম।
এ নিয়ে তিন মাসে ইন্দোনেশিয়াকে টানা চারবার হারালো বাংলাদেশ। এর আগে মার্চে এএইচএফ কাপে বাংলাদেশ ৭-২ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল। এরপর এ মাসেই ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ে বাংলাদেশ জিতেছিল ৩-১ গোলে।
এছাড়া এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে একই দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার জিতলো ৪-২ গোলে।