নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত ডা. সামিনা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথায় মারাত্মক আঘাত ছিল। গত দুই দিন চমেকে লাইফ সাপোর্টে ছিলেন সামিনা।
ডা. সামিনা আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী। তিনি মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি হোটেল রেডিসন ব্লুর সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন সামিনা। তিনি রিকশা করে লালখান বাজার থেকে কাজির দেউড়ী এলাকায় আসছিলেন। রিকশাটিকে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে রিকশা থেকে সামনে ছিটকে পড়ে আহত হন চিকিৎসক সামিনা আক্তার। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে।


















































