বিজ্ঞান জাদুঘরে প্রণোদনা
‘প্রতিটি সৎকর্মের মূল্যায়ন এবং ঘাম ঝরানো শ্রমের প্রতিদান দিতে হবে। বিজ্ঞান জাদুঘর এ শিক্ষার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। কর্তব্য পালনে উজ্জীবিত করার জন্য কর্মচারীদের প্রণোদনা প্রদান অপরিহার্য। সরকারি অফিসে নিম্নস্তরের কর্মচারীরা যথেষ্ট পরিশ্রম করলেও অনেক ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হয় না। তাদের পরিশ্রমের অবমূল্যায়ন করাও সুশাসনের পরিপন্থী।”
২ মার্চ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মচারীদের প্রণোদনা প্রদান উপলক্ষে বিজ্ঞান জাদুঘর ভবনের ছাদের ‘সবুজ ছায়া’ প্রাঙ্গণে আয়োজিত এক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৬০ জন কর্মচারীকে কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২ বছর যাবৎ এ প্রতিষ্ঠানে ভালো কাজের পুরস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি