সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
সময়টা যেন কিছুতেই ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইওন মরগানের। প্রথম ম্যাচ জিতলেও টুর্নামেন্টে পরপর তিনটি ম্যাচ হেরে গিয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর এ বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও হারতে হয়েছে শাহরুখ খানের দলকে। এই পরিস্থিতিতে এবার ম্যাচের পর আবার স্লো-ওভার রেটের জন্য জরিমানাও হল নাইট অধিনায়কের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ে কেকেআর নিজেদের ২০ ওভার সম্পন্ন করতে না পারায় ১২ লাখ টাকা জরিমানা হল তার। মহেন্দ্র সিং ধোনি , রোহিত শর্মার পর তৃতীয় অধিনায়ক হিসেবে এবারের আইপিএলে জরিমানা হল মরগানের।
তবে জরিমানা হোক কিংবা শেষমেশ দল ম্যাচ জিততে ব্যর্থ হলেও সতীর্থদের লড়াইকে কুর্নিশ জানালেন ইয়ন মরগান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেকেআর অধিনায়ক বললেন, ‘খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হল। আন্দ্রে রাসেল আর দীনেশ কার্তিকের পার্টনারশিপ আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। তারপর প্যাট কামিন্সও দুর্দান্ত ব্যাটিং করেছে। দলের মিডল আর লোয়ার অর্ডার শেষ পর্যন্ত লড়াই করেছে।’ বুধবারের ওয়াংখেড়ের নায়ক যদি ফাফ ডু’প্লেসি হন। তবে ট্র্যাজিক নায়ক নিঃসন্দেহে আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান হিটম্যানের জন্য প্রশংসা বরাদ্দ রেখে মরগান বললেন, ‘খারাপ লাগছে ভেবে রাসেলকে আমরা বাকিরা অত বেশি সাহায্য করতে পারলাম না।’ হারের পিছনে আসল কারণ কী? মরগান বললেন, ‘প্রথম পাওয়ার প্লেতে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। যদি সেই সময় একটা বড় পার্টনারশিপ তৈরি হত তা হলে সিএসকে আরও চাপে পড়ত।’
কেকেআরে যেখানে বিপন্নতার ছবি। টানা তিন ম্যাচ জিতে সিএসকে শিবির আবার ফুরফুরে। দলের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বললেন, ‘আমরা দারুণ ব্যাটিং করেছি। বিশেষ করে রুতুরাজ গায়কোয়াড। ছেলেটার মধ্যে প্রতিভা আছে। তবে বড় টোটাল তুলেও দলকে বলেছিলাম আত্মতুষ্ট হয়ে পড়তে না। আইপিএলে প্রতিটা দলেই বিগ হিটার আছে। দিনের শেষে জিততে পেরে আমি সন্তুষ্ট। তবে এটা বলতেই হচ্ছে কেকেআরের হাতে উইকেট থাকলে আমরা সমস্যায় পড়তে পারতাম।’ বিধ্বংসী রাসেলে মুগ্ধ ক্যাপ্টেন কুল। সিএসকে অধিনায়ক বললেন, ‘রাসেল দারুণ ব্যাটিং করেছে। পিচে একটু টার্ন ছিল। ভেবেছিলাম রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করালে রাসেল আউট হবে। তবে শেষমেশ স্যাম কারানের দারুণ একটা ডেলিভারিতে বোল্ড হল রাসেল।’
খেলা