স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় জরিমানা

লকডাউনে চসিকের মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি, আবদুল করিম সাহিত্যবিশারদ লেইন, জুবলী রোড, নিউমার্কেট, রেল স্টেশন ও স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মাস্ক না পরে সড়কে নামায় ৯ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা এবং জুবলী রোডের মেশিনারি মার্কেটে দোকান খোলা রাখায় দুই দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মাস্কবিহীন লোকজনকে জরিমানা, সতর্ক করার পাশাপাশি চসিকের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। জনসাধারণকে মাস্ক পরাসহ লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় অভিযানে। চসিকের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেন।