মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর খুলশীস্থ আবাসিক এলাকায় বৃক্ষরোপণ ও ১০০শ বনজ, ফলজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের আগে এক আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ, মানুষের জনজীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন। সেজন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাই প্রত্যেক সচেতন নাগরিককে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়া, যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, রুহি মোস্তফা, মোহাম্মদ লিপটন, সদস্য মুকাভিনেতা রিজোয়ান রাজন, শিল্পী মাঈনুদ্দিন আহমেদ, সরওয়ার আমিন বাবু, ফেরদৌসী ইয়াসমিন, অভিনেতা প্রণব রঞ্জন চক্রবর্ত্তী, রুমি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর