স্বাধীনতার পঙক্তিমালা
আলমগীর কবির
রাইফেল কাঁধে নিয়ে ছুটে চলা
বিস্ময় রাত ছিল,
অন্যায় রুখে দিতে প্রস্তুত
এই দুটি হাত ছিল।
কাঁটার আঘাত সয়ে বন্ধুর
পথ গেছি পার হয়ে,
আমাদের ঘরবাড়ি গিয়েছিল
পুড়ে ছারখার হয়ে!
শোষণ করেছে তারা একবার
নয় শোনো বারবার,
আমরা মুক্তিসেনা শিখি নাই
বসে থেকে হারবার!
হানাদার জানা তার দরকার
ছিল বলি এই কথা,
মুখ বলে বুক বলে চাই আগে
চাই চাই স্বাধীনতা।
পতাকার মান বেশি সুখে দুখে
এই জীবনের চেয়ে,
ঢেউ হয়ে ছুটে গেছি শত্রুর অভিমূখে ধেয়ে ধেয়ে।
জীবনের বিনিময়ে পেয়েছি এ পতাকার সম্মান,
জীবনের চেয়ে নয় জেনে রেখো পতাকার কম মান!
সূর্যোদয়ের আলো নিয়ে শেষে
দলে দলে ফিরে আসি,
উপহার সবচেয়ে সেরা নিয়ে বাংলার তীরে আসি!
এই মার্চ মাসেই
উৎপলকান্তি বড়ুয়া
এই মার্চ মাসেই প্রতিবাদে রোষে
ফেঁপে ফুলে ওঠে জনগণ,
মিছিলে মিছিলে প্রত্যয়ে জাগে
মুষ্টিবদ্ধ হাত অগনন।
এই মার্চ মাসেই এগিয়েই চলা
শপথের মালা গাঁথা,
চেতনার রঙে বলিয়ান কামার
কৃষক ভগ্নি-ভ্রাতা।
এই মার্চ মাসেই শত্রুর আঘাত
নিরস্ত্র মানুষকে মারে,
রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে সবাই
চুপ আর থাকতে পারে?
এই মার্চ মাসেই প্রতিরোধে রুখে
দাঁড়ানোর কথা বলা,
চূড়ান্ত সময়ের নির্ভিক দৃঢ়ায়
আমরণ এগিয়ে চলা।
এই মার্চ মাসে কালো সে রাতের
নৃশংস ছোবল নামে,
ঝাঁপিয়ে তো পড়া মুক্তিযুদ্ধের
সশস্ত্র সেই সংগ্রামে।
বিজয় রাখ ধরে
আসাদ সরকার
হৃদয় মাঝে খোদাই করে
আঁকছি বিজয় ফুল,
রক্তস্রোতে কেনা বিজয়
মেঘনা নদী কুল।
সবুজ পাতা আঁকছি বিজয়
লাল সবুজের লালে,
রক্তে কেনা বিজয় যেন
নষ্ট না হয় চালে।
আঁকছি বিজয় কিনছি
দিয়ে শত প্রাণ,
কীটপতঙ্গে করবে নষ্ট
বিজয় ফুলের ঘ্রাণ।
রাতে হাসে এক ফালি চাঁদ
রবি হাসে ভোরে,
স্বাধীনতা রক্ষা করো
বিজয় রাখো ধরে।
রক্ত মূল্যের স্বাধীনতা
শচীন্দ্র নাথ গাইন
আগুনঝরা দিনের ছবি ভাসতে থাকে মনে
রক্তমাখা রং ধরে যেই পলাশ-শিমুল বনে।
একাত্তরের মার্চ পঁচিশের আঁধার ঢাকা রাতে
দানবেরা পড়লো নেমে গোলাবারুদ হাতে।
গভীর রাতে হঠাৎ ওরা দলে দলে ছোটে
ঘুমিয়ে থাকা মানুষগুলো শব্দ শুনে ওঠে।
কিছুই জানার আগেই ওরা ছুঁড়তে থাকে গুলি
বুকের পাঁজর ঝাঁঝরা করে উড়ায় মাথার খুলি।
মুহূর্মুহু ছুটলো আওয়াজ পড়লো লাশের সারি
আহাজারি-আর্তনাদে বাতাস তখন ভারী।
জ্বালিয়ে আগুন শ্মশান বানায় ভিটেমাটি বাড়ি
অগণিত তরতাজা প্রাণ নিলো ওরা কাড়ি।
রক্ত দিয়ে শক্ত হয়ে বীর বাঙালি জাগে
ব্যথার পাষাণ বুকে চেপে ফুঁসতে থাকে রাগে।
অপরিসীম সাহস নিয়ে যুদ্ধে সবাই নামে
স্বাধীনতা ছিনিয়ে আনে লাখ জীবনের দামে।