স্বাগতিকদের বিদায় করে শেষ চারে দক্ষিণ আফ্রিকা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বৃষ্টি আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার সামনে। চোকার্সও হতে হলো না তাদেরকে। এবার বৃষ্টি বাধা জয় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। ঠিক ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে প্রোটিয়াদের সেমিতে তুলে দেন মার্কো জানসেন। ক্যারিবীয়দের হারিয়ে সুপার এইট গ্রুপ-২ তে শীর্ষে থেকেই সেমিতে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা। গতকাল সকালে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। এবার স্বাগতিক ক্যারিবীয়দের বিদায় করে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা। নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিলো ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান। রস্টোন চেজ ৪২ বলে করেন ৫২ রান। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মায়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান। অন্য ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। ২ ওভারেই ২ উইকটে হারিয়ে বসে প্রোটিয়ারা। রান করে ১৫। রিজা হেন্ডরিক্স এবং কুইন্টন ডি কক। বৃষ্টিতে বন্ধ থাকায় দীর্ঘ সময় পর আবারও খেলা শুরু হয়। এ সময় প্রোটিয়াদের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। যদিও দক্ষিণ আফ্রিকার জন্য এবার সুসংবাদ বয়ে আনলো বৃষ্টি। শুরুতে ২ উইকেট হারালেও এইডেন মারক্রাম (১৮), স্টিস্টান স্টাবস (২৯) ও হেনরিক ক্লাসেনের (২২) মাঝারি মানের তিনটি ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। মার্কো জানসেন ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন। খবর জাগোনিউজ’র