সুপ্রভাত ডেস্ক :
বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম হলো ভেনিস চলচ্চিত্র উৎসব। এ বছর করোনা ভাইরাসের আতঙ্কে এর ৭৭ তম আসর নিয়ে শঙ্কা থাকলেও সম্প্রতি ভেনিসের গভর্নর লুকা জাইয়া সকল শঙ্কা দূর করে দিয়েছেন।
তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিশ্বজুড়ে আরোপিত লকডাউন কারণে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন কিছুটা সীমিত আকারে হলেও সেটি আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মত এবছরও এর আয়োজক হিসেবে থাকছে বিয়েন্নালে ডি ভেনেৎজিয়া। ভেনিসের শিল্প সংগঠনটির বোর্ড সদস্যদের একজন শহরের গভর্নর লুকা জাইয়া। এছাড়া এবারের আসরে বিচারকদের প্রধান থাকবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। যার ঘোষণা গেল জানুয়ারিতে দেওয়া হয়েছিল।
করোনার বিস্তার রোধে এতদিন পুরো ইতালি জুড়ে লকডাউন জারি থাকলেও, আগামী ৩ জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করেছেন ইতালি। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকরা ভেনিসসহ বিভিন্ন শহরে ঢুকতে পারবেন, কিন্তু তাদের কোয়ারেন্টাইনে যেতে হবে না। ফলে ভেনিস চলচ্চিত্র উৎসবটি সফল হবে বলে আশা করা যাচ্ছে।
খবর : চ্যানেলআইঅনলাইন’র।
বিনোদন