সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারের সোনাদিয়ার নাজিরারটেক চ্যানেলে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লা ও জেলে সাগরের পানিতে পড়ে যান। এর মধ্যে আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।
তিনি বলেন, ‘মাছ ধরে সাগর থেকে ফেরার পথে সোনাদিয়ার নাজিরারটেক চ্যানেলে ঝড়ের কবলে পড়ে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা আট জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। খবর বাংলাট্রিবিউন।
কোস্টগার্ডের কক্সবাজার স্টেশন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের টহল টিম আট মাঝিমাল্লাকে উদ্ধার করেছে। এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।