সেন্টমার্টিনে ভেড়া রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ফিরে গেছে

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া ৩১ জন রোহিঙ্গা ও দুই জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বোঝাই ট্রলারটি ফিরে গেছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় ট্রলারটির ইঞ্জিল সচল হওয়ার পর ট্রলারটি ফিরে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুবেদার সানোয়ার হোসেন। তিনি জানান, দুর্যোগ এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে সেন্টমার্টিন দ্বীপে ভেসে এসে ভিড়ে ছিল। বিকেলে ট্রলারটি মিয়ানমারের উদ্দেশ্যে ফিরে গেছে।
এর আগে শুক্রবার ভোরে এই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপে আসা ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও ১১ জন শিশু ছিল। মিয়ানমার সীমান্তররক্ষী বাহিনীর দুই সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। দুই জনের অস্ত্রও ছিলো।
সূত্রে জানা যায়, ট্রলারটি নিয়ে বৃহস্পতিবার বিকালে মংডু শহর থেকে যাত্রা করে। মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তারা সিটওয়ে শহরে যাবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সেন্টমাটিনে চলে আসে। তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় ছিল। শুক্রবার বিকেলে আবার ফিরেও যায়। দীর্ঘদিন ধরে রাখাইনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে মিয়ানমার সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ চলে আসছে। সর্বশেষ নাফনদীর ওপারে অবস্থিত রাখাইনের মংডু শহর দখলে নিতে সামরিক জান্তার সাথে আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।
জানা গেছে, মিয়ানমার মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়েছে।