সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ক্যাম্প ন্যুতে বুধবার রাতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ এর কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনল কিকে সেতিয়েনের শিষ্যরা। আজ হারলেই শিরোপা দৌঁড়ে অনেকটা ছিটকে পড়ত স্প্যানিশ জায়ান্টরা। বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।
বুধবার রাতে ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই লাল কার্ডের নাটকীয়তার পরপরই গোল তুলে নেন উরুগুইয়ান স্ট্রাইকার। এতে কাতালানদের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক হলেন সুয়ারেজ।
বিরতির পর নেলসন সেমেদোর বদলে মাঠে নামেন আনসু ফাতি। পাঁচ মিনিট পর বহিষ্কার হতে হয় তাকে। এস্পানিওলের ডিফেন্ডার ফের্নান্দো কালেরোকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন বার্সার তরুণ এই ফরোয়ার্ড। যদিও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে তাকে লাল কার্ড দেখানো হয়।
ঠিক তিন মিনিট পর একইভাবে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও লাল কার্ড দেখে বিদায়া নেন। কাতালানদের স্প্যানিশ তারকা জেরার্দ পিকেকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড দেখতে হয়েছিল। শেষ পর্যন্ত ভিএআর দেখে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে বার্সার শততম জয় ছিল এটি।
কাতালান ডার্বিতে জয়ের দিনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্ট কমিয়ে এনেছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।
স্প্যানিশ লিগে ৩৫ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৭৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৭।
খবর : ঢাকাটাইমস’র।
খেলা