মতবিনিময়কালে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ
‘সুফিবাদ হলো সন্ত্রাসবাদ, জঙ্গীবাদের বিরুদ্ধে পৃথিবীর সকল মানুষের কল্যাণে শান্তি ও মানবতার ধর্ম ইসলামের প্রতিনিয়ত কাজ করে চলেছে। একই সঙ্গে মাইজভা-ার শরীফ বিশ^ব্যাপী সুফিবাদকে প্রসারিত এবং সুদৃঢ় করতে কাজ করছে।’ গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ এর প্রেসিডেন্ট ও মাইজভা-ার দরবারের সাজ্জাদানশীন শাহ্জাদাসাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী এ সবকথাবলেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসীএকটিপ্রতিষ্ঠান। একইভাবে আমাদের মাইজভা-ার দরবারশরীফও বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্ উদ্দিন মো. রেজা ও সহ-সভাপতি স ম ইব্রাহীম এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজ ভান্ডারিয়ার সাবেক সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইকবাল। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসীন চৌধুরী, হযরত সৈয়দ মইনউদ্দিন আহমদ মাইজভা-ারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আলহাজ¦ কাজী মহসিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আনজুমানের কেন্দ্রীয় সহ-প্রচারসম্পাদক ও সূফী বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম মিয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি