ডেস্ক রিপোর্ট »
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার সময় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস গিয়ে সেখান থেকে একজনের মরদেহ ও বাসে আটকেপড়া ৪ জনকে জীবিত উদ্ধার করে। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিন জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। প্রায় দু’ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বাস সড়ক থেকে র্যাকার দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, বাসটি নগরীর অলংকার এলাকা থেকে যাত্রী নিয়ে ফেনীতে যাচ্ছিল। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল।