নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে বিদ্যুতের খুঁটির উপর থেকে পড়ে বাবুল জলদাস (২৮) নামে এক ইলেক্টিশিয়ান নিহত হয়েছে। নিহত বাবুল মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার বাসিন্দা মোহন জলদাসের পুত্র। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী জানান, ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটির উপর কাজ করছিল ইলেক্টিশিয়ান বাবুল। অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির উপর থেকে সে নিচে পড়ে গিযে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে তার বাড়িতে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হসত্মান্তর করা হয়েছে।
























































