সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

মরদেহ: প্রতীকী ছবি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়ার একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূ তানজিনা ওই এলাকার মনজুর আলমের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. লোকমান জানান,  মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।